আর্চারি বিশ্বকাপ খেলতে সুইজারল্যান্ড যাচ্ছেন রোমান সানারা
সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন রোমান সানারা। লক্ষ্য আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় স্তর। প্রতিযোগিতায় অংশ নিতে আট জনের দল নিয়ে ১৬ মে রওয়ানা হবেন রোমানা সানারা।
সুইজারল্যান্ডের লুজানে ২৩ মে থেকে শুরু হচ্ছে আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় স্তর। প্রতিযোগিতায় অংশ নিবে ৩৫টি দেশের আর্চাররা। ২০১৯ সালের এসএ গেমসের পর এই প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন রোমান-বিউটিরা।
দলের রিকার্ভ ইভেন্টের খেলোয়াড় সাতজন। কম্পাউন্ড ইভেন্টে খেলবেন কেবলঅসীম কুমার দাস। রিকার্ভের পুরুষ ও মহিলা একক, দলীয় এবং মিক্সড- এই পাঁচ ইভেন্টে পদকের লড়াই করবেন দেশের আর্চাররা।
কোচ মার্টিন ফ্রেডরিখ এই আসরকে প্রস্তুতি হিসেবে দেখছেন। তার মূল লক্ষ্য জুনে ফ্রান্সের প্যারিসে হতে যাওয়া আর্চারি বিশ্বকাপ তৃতীয় স্তর। সেখান থেকেই টোকিও অলিম্পিকের টিকিট ছিনিয়ে নিতে চান এ জার্মান কোচ।