করোনা প্রতিরোধী টিকা নিলেন কোহলি
সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের মাটিতে সেই ক্রিকেট মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। টেস্ট ‘বিশ্বকাপ’র ফাইনাল বাদেই ইংল্যান্ডের বিপক্ষে রয়েছে ক্রিকেট সিরিজ।
দীর্ঘ সময়ের ক্রিকেট সফরের জন্য মাঠের শত্রু নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে মোকাবেলা করতে নিজেকে প্রস্তুত করছেন বিরাট কোহলি। মাঠের প্রস্তুতির সঙ্গে এবার তিনি সেরে নিলেন মাঠের বাইরের প্রস্তুতি। মাঠের বাইরে শত্রু করোনাভাইরাসকে দূরে রাখতে সোমবার, ১০ মে নিলেন করোনা প্রতিরোধী প্রথম ডোজ টিকা।
করোনা প্রতিরোধী টিকা নেওয়ার ছবি ইনস্টগ্রামে পোস্ট করে ভারতীয় অধিনায়ক সবাইকে টিকা নেওয়ার অনুরোধ করেন। লিখেন, ‘যত দ্রুদ পারেন করোনা প্রতিরোধী টিকা নিন। আর নিরাপদে থাকুন।’
কোহলির সঙ্গে সোমবার করোনা প্রতিরোধী প্রথম ডোজ টিকা নিয়েছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। দিল্লি ক্যাপিটালস সুরক্ষা বলয় থেকে বেরিয়ে সস্ত্রীক টিকা নিয়েছেন তিনি।
এর আগে করোনার টিকা নেন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে, ওপেনার শিখর ধাওয়ান ও পেসার উমেশ যাদব। আর মার্চ মাসে টিকা নিয়েছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রবি শাস্ত্রী।
ভারতীয় ক্রিকেটাররা করোনা প্রতিরোধী দ্বিতীয় ডোজের টিকা নেবেন ইংল্যান্ড সফরে গিয়ে।