সাকিব করোনা পরীক্ষায় নেগেটিভ, রিপোর্টের অপেক্ষায় মুস্তাফিজ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান

মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান

আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে করোনায় পজিটিভ হন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী ও ফাস্ট বোলার সন্দ্বীপ ওয়ারিয়ার।

এরপর করোনায় আক্রান্ত হন সাকিবের কেকেআর সতীর্থ টিম সেইফার্ট ও প্রসিদ্ধ কৃষ্ণা। তাই সাকিবকে নিয়ে একটু শঙ্কা জেগে ছিল। তবে বাংলাদেশে পা রেখে প্রথম করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বিজ্ঞাপন

সাকিবের প্রথম করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও একবার করোনা টেস্ট পরীক্ষা করা হবে এ ক্রিকেট তারকার।

করোনার ছোবলে অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ হওয়ার পর চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে ফেরেন সাকিব। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে রাজধানীর গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে উঠেছেন এ ক্রিকেট সুপারস্টার। সরকারের বেঁধে দেওয়া নিয়ম মেনে ১৪ দিন হোটেলবন্দী হয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। স্বাস্থ্য অধিদপ্তর এক্ষেত্রে কোনো ছাড় দিবে না।

বিজ্ঞাপন

সাকিবের সঙ্গে ভারত থেকে ফেরা তারকা পেসার মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রী রয়েছেন রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে। করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন তারাও। তবে এখনো রিপোর্ট আসেনি। কিছুটা সময় লাগবে।

১৪ দিনের কোয়ারেন্টিন শেষে সাকিব-মুস্তাফিজদের হোটেল বন্দীদশা থেকে মুক্তি মিলবে ২০ মে।

সাকিব-মুস্তাফিজের করোনা টেস্টের রিপোর্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী বলেন, ‘সাকিবের প্রথম করোনা পরীক্ষার ফল পেয়েছি। ওর রিপোর্ট নেগেটিভ এসেছে। মুস্তাফিজের রিপোর্ট আজই পাব। ২৪ ঘণ্টার মধ্যে আরও একবার কোভিড-১৯ টেস্ট করা হবে তাদের।’