ভারতীয় নয়, যুক্তরাজ্যের করোনা টিকা নেবেন কোহলিরা
বিরাট কোহলির নেতৃত্বে ১৮ জুন সাউদ্যাম্পটনের অ্যাগিয়াস বোলে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘টেস্ট বিশ্বকাপ’র ফাইনাল খেলতে মাঠে নামবে ভারত। পরে আগস্ট ও সেপ্টেম্বরে তারা ইংল্যান্ডের মুখোমুখি পাঁচ টেস্টের সিরিজে।
তাই ইংল্যান্ড সফরের যাওয়ার আগে করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ নিয়ে যাবেন কোহলিরা। তবে ভারতীয় টিকা কোভ্যাক্সিন নয়। তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত যুক্তরাজ্যের প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ নামের টিকাটি নেবেন।
কিন্তু দীর্ঘ সফরে ইংল্যান্ডে থাকাকালেই দ্বিতীয় ডোজ নেওয়ার সময় হয়ে যাবে। কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ সহজেই ইংল্যান্ড থেকে ভারতীয় ক্রিকেটাররা নিতে পারবেন। কিন্তু ভারতীয় টিকা কোভ্যাক্সিন নিলে ইংল্যান্ডে এই টিকার দ্বিতীয় পাবে না রোহিত শর্মারা।