হারারে প্রথম দিনেই আবিদ-আজহারের সেঞ্চুরি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যাট উঁচিয়ে অভিনন্দনের জবাব দিচ্ছেন সেঞ্চুরিয়ান আবিদ আলি

ব্যাট উঁচিয়ে অভিনন্দনের জবাব দিচ্ছেন সেঞ্চুরিয়ান আবিদ আলি

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো করতে পারেনি পাকিস্তান। দলের মাত্র ১২ রানের মাথায় হারিয়ে ফেলে ওপেনার ইমরান ভাটের উইকেট।

তবে ওয়ান ডাউনে নামা আজহার আলিকে নিয়ে ২৩৬ রানের দুরন্ত এক পার্টনারশিপ গড়ে দলের বিপদ কাটিয়ে উঠেন ওপেনার আবিদ আলি। দুজনেই ছিনিয়ে নেন দাপুটে দুটি সেঞ্চুরি। জোড়া শতকে তারা দলকে পৌঁছে দেন বড় সংগ্রহের পথে।

বিজ্ঞাপন

আবিদ আলি টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করে এখনো ক্রিজে টিকে আছেন। ২৪৬ বলে ১৭ চারে ১১৮* রান নিয়ে ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন। ক্যারিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন আজহার আলি। ২৪০ বলে ১৭ বাউন্ডারি ও এক ছক্কায় ১২৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।

জিম্বাবুয়ের বোলিং তোপ সামলাতে গিয়ে আজহারের বিদায়ের পর দ্রুতই আরও দুটি উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। ১২ রানের ব্যবধানে আউট হয়েছেন বাবর আজম ও ফাওয়াদ আলম। ১৬ রানের ব্যবধানে অতিথিরা হারিয়েছে শেষ তিন উইকেট।

বিজ্ঞাপন

তবে প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৬৮ রান সংগ্রহ করে সফরকারী পাকিস্তান রয়েছে বড় সংগ্রহের পথে। জিম্বাবুয়ের হয়ে ৪১ রানে ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। বাকি উইকেটি নেন রিচার্ড এনগারাভা।