ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে জাদেজা
সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১৮ জুন ইংল্যান্ডে হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচটি সামনে রেখে ২০ জনের দল ঘোষণা করেছে ভারত। চলতি গ্রীষ্মে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ক্রিকেট সিরিজও খেলবে এ দল নিয়ে।
বিরাট কোহলির নেতৃত্বে ১৮ জুন সাউদ্যাম্পটনের অ্যাগিয়াস বোলে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘টেস্ট বিশ্বকাপ’র ফাইনাল খেলতে মাঠে নামবে ভারত। পরে আগস্ট ও সেপ্টেম্বরে তারা ইংল্যান্ডের মুখোমুখি পাঁচ টেস্টের সিরিজ।
চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতা হোম সিরিজ মিস করলেও চোট কাটিয়ে দলে ফিরেছেন আইপিএলে ব্যাটিং তাণ্ডব দেখানো রবীন্দ্র জাদেজা। স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া ও স্পিনার কুলদীপ যাদব।
তবে ব্যাটসম্যান লোকেশ রাহুল এবং উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ফিট হওয়া সাপেক্ষে দলে অন্তর্ভুক্ত হয়েছেন। দলে রাখা হয়েছে আরও চার জন স্ট্যান্ডবাই ক্রিকেটার।
ইংল্যান্ড সফরে যাওয়ার আগে বিরাট কোহলি, রোহিত শর্মারা করোনার টিকা নিচ্ছেন। তবে ভারতীয় টিকা কোভ্যাক্সিন নয়। তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত যুক্তরাজ্যের প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার ‘কোভিশিল্ড’ নামের টিকাটি নেবেন। যাতে দ্বিতীয় ডোজটা তারা ইংল্যান্ড থেকে নিতে পারেন।
ভারত দল: রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, রিশব পান্ত (উইকেট-কিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শারদুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল (ফিটনেস ছাড়পত্র সাপেক্ষে) ও ঋদ্ধিমান সাহা (ফিটনেস ছাড়পত্র সাপেক্ষে)।
স্ট্যান্ডবাই খেলোয়াড়: অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান ও আরজান নাগওয়াসওয়ালা।