লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ নাদাল-ওসাকা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পুরস্কার হাতে হাস্যোজ্জ্বল রাফায়েল নাদাল ও নাওমি ওসাকা

পুরস্কার হাতে হাস্যোজ্জ্বল রাফায়েল নাদাল ও নাওমি ওসাকা

লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছেন রাফায়েল নাদাল। এ নিয়ে বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন স্প্যানিশ এ সুপারস্টার। রজার ফেদেরারের সমান রেকর্ড সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল প্রথমবার পুরস্কার জেতেন ২০১১ সালে।

মেয়েদের ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটি পেয়েছেন জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। চারবারের গ্র্যান্ড স্লাম জয়ী ওসাকা এই প্রথম লরিয়াস বর্ষসেরা নারী ক্রীড়াবিদের অ্যাওয়ার্ড পেলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার, ৬ মে স্পেনের সেভিয়ায় ভার্চুয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।

বর্ষসেরা দল হিসেবে পুরস্কার পেয়েছে গতবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আর আজীবন সম্মাননা জিতেছেন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি বিলি জন কিং।

বিজ্ঞাপন