স্মিথরা ফিরছেন অস্ট্রেলিয়ায়, উইলিয়ামসনরা যাচ্ছেন ইংল্যান্ডে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ

কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথ

করোনার হানায় মাঝপথে বন্ধ হয়ে গেছে আইপিএল। সবার ফেরার ব্যবস্থা হলেও ভারতে আটকে পড়ার শঙ্কায় ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকাররা। 

তবে সকল শঙ্কা উড়িয়ে মালদ্বীপ হয়ে আইপিএলের সঙ্গে জড়িত সকল অস্ট্রেলিয়ান রওয়ানা হয়েছেন জন্মভূমি অস্ট্রেলিয়ার উদ্দেশে।

বিজ্ঞাপন

স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরা দেশে ফিরে যাচ্ছেন। কিন্তু কোভিড ১৯ এ আক্রান্ত হওয়ায় মাইক হাসি রয়ে গেছেন ভারতে। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয়েছে চেন্নাইতে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার সমস্ত ক্রিকেটার, কোচ, ধারাভাষ্যকার এবং ম্যাচ অফিসিয়ালরা নিরাপদে দেশে ফিরছেন। মালদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন তারা।’

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া ক্রিকেটাররা দেশে ফিরলেও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা যাচ্ছেন ইংল্যান্ডে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাই এখন লক্ষ্য কেন উইলিয়ামসনদের।