করোনাকালে আইপিএল, ১০০০ কোটি রুপির মামলা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইপিএল

আইপিএল

করোনা মহামারীতে আইপিএল চালানোয় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই আইনজীবী। টুর্নামেন্টটি বন্ধ করতেই পিটিশন দায়ের করেছিলেন আইনজীবী করন এস ঠুকরাল ও ইন্দর মোহর সিং।

কিন্তু করোনার ছোবলে অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় সেই পিটিশনের শুনানি থেকে রেহাই মিলেছে বিসিসিআই'র। 

বিজ্ঞাপন

তবে তাই বলে আইনি জটিলতা থেকে রেহায় পাচ্ছে না বিসিসিআই। করোনার মহাদুর্যোগে আইপিএল আয়োজন করায় এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করেছেন আইনজীবী বন্দনা শাহ।

তিনি এক হাজার কোটি রুপির জনস্বার্থ মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে, করোনার অতিমারীর মধ্যেও বোর্ড আইপিএল চালিয়ে গেছে। এখন বিসিসিআই'কে এক হাজার কোটি রুপি করোনা আক্রান্ত মানুষের অক্সিজেন ও ঔষধ কেনার জন্য খরচ করতে হবে। সঙ্গে বোর্ড কর্তাদের সবার কাছে চাইতে হবে ক্ষমা।

বিজ্ঞাপন