ইংল্যান্ডে ফিরেছেন মঈন-বেয়ারস্টোরা, ভারতেই আছেন মরগান
করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে আইপিএল। তাই এখন ক্রিকেটাররা ফিরছেন নিজ নিজ ঘরে। তার অংশ হিসেবে আট জন ইংলিশ ক্রিকেটার ফিরেছেন তাদের দেশে।
দেশে ফিরে গেছেন মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, ক্রিস ওকস, জেসন রয়, স্যাম কারান, টম কারান ও স্যাম বিলিংস।
বুধবার, ৫ মে সকালে ক্রিকেটাররা ইংল্যান্ডের পা রেখেছেন। তবে হোটেলে নিয়ম করে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। এরপর করোনা নেগেটিভ রিপোর্ট পেলেই মুক্ত হতে পারবেন ক্রিকেটাররা।
তবে দেশে ফিরতে পারেননি ইংল্যান্ডের ওয়ানডে ও কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান। তার সঙ্গে ভারতের রয়ে গেছেন পাঞ্জাব কিংসের ক্রিস জর্ডান ও ডেভিড মালান। তবে ইংল্যান্ড জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যেই তিন ক্রিকেটারকে তারা দেশে ফিরিয়ে নেবে।
কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের কঠোর বিধি-নিষেধের কারণে সে দেশের ক্রিকেটারদেরকে তাদের দেশে পাঠানো যাচ্ছে না। এখন অজি ক্রিকেটারদের মালদ্বীপ না শ্রীলঙ্কায় পাঠানো হবে এ নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই।