টেস্ট র্যাঙ্কিংয়ে তামিম-মুশফিকের উন্নতি
সিরিজ হাতছাড়া হলেও শ্রীলঙ্কা সফরে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তামিম ইকবাল। খেলেছেন অনন্য তিনটি ক্রিকেটীয় ইনিংস। সেঞ্চুরির আভাস দিয়েও ৯০, ৭৪* ও ৯২ রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।
তবে দাপুটে এ ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার পেলেন দেশসেরা এ ওপেনার। আইসিসি'র টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। তিন ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন তামিম।
এগিয়েছেন দুরন্ত শতক হাঁকানো মুমিনুল হক (১২৭) ও দাপুটে অর্ধ-শতকের মালিক মুশফিকুর রহিমও (৬৮)। ২১তম স্থানে আছেন মুশফিকুর রহিম। আর ক্যাপ্টেন মুমিনুল হক রয়েছেন ৩০তম স্থানে।
সিরিজ সেরা লঙ্কান ক্যাপ্টেন দিমুথ করুনারত্নে উঠে এসেছেন ১১তম স্থানে।
র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তারপর আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুসানে।