ঋদ্ধিমান সাহাও করোনা পজিটিভ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা

ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। ফলে আইপিএলের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে করোনা পজিটিভ রিপোর্ট পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। একের পর এক করোনা পজিটিভ রিপোর্ট আসতে থাকায় ক্রিকেটারদের নিরাপত্তার কথা চিন্তা করে শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হয়েছে।

পজিটিভ রিপোর্ট আসার পর আইসোলেশনে রাখা হয়েছে ঋদ্ধিমান সাহাকে। উইকেটরক্ষক এ ব্যাটসম্যানের শরীরে জ্বরসহ করোনার অন্য উপসর্গও রয়েছে।

বিজ্ঞাপন

তার আগে করোনাভাইরাস ছোবল মারে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে। দলটির তিনজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তবে কোনো ক্রিকেটার আক্রান্ত হননি। পজিটিভ রিপোর্ট এসেছে ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপ্যাথি এল বালাজী ও এক বাস ক্লিনারের।

করোনা হানা দিয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পেও। কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন বিস্ময়কর স্পিনার বরুণ চক্রবর্তী ও ফাস্ট বোলার সন্দীপ ওয়ারিয়ার।

বিজ্ঞাপন

বরুণ ও সন্দীপ দুজনেই এখন আইসোলেশনে রয়েছেন। তবে সাকিবসহ দলের বাকি সদস্যদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।