ক্রিকেটারদের পিতৃত্ব-মাতৃত্বকালীন সুবিধা দিবে পিসিবি
দেশের ক্রিকেটারদের সুখবর দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিতৃত্ব ও মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা ঘোষণা করেছে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ এ নিয়ন্ত্রক সংস্থা।
নতুন নিয়মে নারী ক্রিকেটাররা এক বছর পর্যন্ত মাতৃকালীন ছুটি নিতে পারবেন। আর বাবর আজমরা পিতৃত্বকালীন ছুটি নিতে পারবেন ৩০ দিন পর্যন্ত।
পিতা হওয়ার ৫৬ দিনের মধ্যে যেকোনো সময় ৩০ দিনের ছুটি নিতে পারবেন পাকিস্তানের পুরুষ ক্রিকেটাররা।
আর পাকিস্তানের নারী ক্রিকেটাররা মাতৃত্বকালীন ছুটি শুরু হওয়ার আগে পাবেন নন-প্লেয়িং স্টাফদের সুবিধা। তারা বেতনসহ এক বছর পর্যন্ত ছুটি নিতে পারবেন। সঙ্গে থাকতে পারবেন কেন্দ্রীয় চুক্তিতেও।