সাকিবদের পর এবার মুস্তাফিজদের ম্যাচও স্থগিত
বুধবার, ৫ মে মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা ছিল চেন্নাই সুপার কিংসের। কিন্তু করোনা পজিটিভ রিপোর্ট আসার পর ম্যাচটি স্থগিত করা হয়েছে। সাকিব আল হাসানের কলকাতার পর এবার আইপিএলের দ্বিতীয় ম্যাচ স্থগিত হলো।
এর আগে খবর আসে করোনাভাইরাস ছোবল মেরেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে। তবে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির দলের কোনো ক্রিকেটার কোভিড-১৯ এ আক্রান্ত হননি।
পজিটিভ রিপোর্ট এসেছে ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপ্যাথি এল বালাজী ও এক বাস ক্লিনারের। আতঙ্ক ছড়ানো ভাইরাসে আক্রান্ত তিনজনকেই আইসোলেশন রাখা হয়েছে এখন। খবর শুনেই চেন্নাই সুপার কিংস অনুশীলন বন্ধ করে দেয় দলটি। এবার তো ম্যাচই স্থগিত হয়ে গেল।
সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পেও হানা দিয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন বিস্ময়কর স্পিনার বরুণ চক্রবর্তী ও ফাস্ট বোলার সন্দীপ ওয়ারিয়ার। ফলে স্থগিত হয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে কলকাতার ম্যাচটি।
বরুণ ও সন্দীপ দুজনেই এখন আইসোলেশনে রয়েছেন। তবে সাকিবসহ দলের বাকি সদস্যদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।
মঙ্গলবার, ৪ মে ম্যাচ থাকলেও করোনা পজিটিভের খবর আসার পর মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ অনুশীলন করেনি। এ ম্যাচটি আজ যথারীতি মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে কলকাতার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলা দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।