ফিরেই তিন দিন কোয়ারেন্টিনে থাকবেন মুমিনুলরা!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগার ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটাররা

দুই টেস্টের সিরিজ শেষ। শেষ শ্রীলঙ্কা সফরও। প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় টেস্টে ২০৯ রানের বড় ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ। তাই এবার দেশে ফেরার পালা ক্রিকেটারদের।

আজ মঙ্গলবার, ৪ মে বিকেল চারটার দিকে দেশে ফিরছেন মমিনুল হক-তামিম ইকবালরা। বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

তবে দেশে ফিরলেও এখনই ঘরে ফেরা হচ্ছে না জাতীয় দলের ক্রিকেটারদের। করোনা বিধিনিষেধ মেনে ঢাকার একটি হোটেলে তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। সেজন্য বিমানবন্দর থেকে তামিম-মুশফিকরা সোজা চলে যাবেন বিসিবি’র নির্ধারিত হোটেলে। হতে পারে করোনা টেস্টও।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুটি ম্যাচ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কা পৌঁছেই করোনা টেস্টে উত্তীর্ণ হয়ে চলেন যান সাত দিনের কোয়ারেন্টিনে।

বিজ্ঞাপন

তবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের হোটেল কোয়ারেন্টিন এড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। খেলোয়াড়দের হোম কোয়ারেন্টিনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের বরাবরে চিঠিও দিয়েছে বোর্ড। তবে অনুমতি মিলেছে কিনা সেটা এখনো জানা যায়নি।