সাঁতারু আরিফও যাচ্ছেন টোকিও অলিম্পিকে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাঁতারু আরিফুল ইসলাম

সাঁতারু আরিফুল ইসলাম

গত সপ্তাহে টোকিও অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেয়েছেন জুনাইনা আহমেদ। লন্ডন প্রবাসী এই সাঁতারুর পর বাংলাদেশ অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেয়েছে আরও একটি।

এবার অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেলেন সাঁতারু আরিফুল ইসলাম। টোকিওতে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বিজ্ঞাপন

খবরটি নিশ্চিত করে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য এমবি সাইফ বলেন, ‘জুয়েল ও আরিফের মধ্যে একজনকে বেছে নিতে বলেছিল আন্তর্জাতিক সাঁতার সংস্থা। টোকিও অলিম্পিকের জন্য আরিফের নাম ফিনা ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়েছি আমরা। ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নিবে সে।’