বিধায়ক হলেন ক্রিকেটার মনোজ, জিতলেন দিন্দাও
ক্রিকেট ময়দানের লড়াইয়ে অনেক ম্যাচই জিতেছেন মনোজ তিওয়ারি। এবার রাজনীতির ময়দানে জিতলেন ভোটের যুদ্ধে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জিতেছেন ভারতীয় এ ক্রিকেটার। তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে বিধায়ক হলেন তিনি শিবপুর আসন থেকে।
নির্বাচনী লড়াইয়ে ক্রিকেটার মনোজ ধরাশায়ী করেছেন বাম ও কংগ্রেস জোটের বর্ষীয়ান প্রার্থী জগন্নাথ ভট্টাচার্যকে।
মনোজের সঙ্গে জিতেছেন ভারতের সাবেক ক্রিকেটার অশোক দিন্দাও। বিজেপি’র টিকিট নিয়ে ময়না আসনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জিতলেন তিনি। দিন্দা বিজয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী সৌমেন মহাপাত্রকে হারিয়ে। শুরুতে অবশ্য অনেকটা পিছিয়ে ছিলেন। তাই এর আগে খবর রটেছিল নির্বাচনে হেরে গেছেন দিন্দা। পরে আসে তার বিজয়ের খবর।
মনোজ তিওয়ারি ভারতের জার্সি গায়ে জড়িয়ে খেলেছেন ১২ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি। আর দিন্দা খেলেন ১৩ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি।