করুনারত্নের পর ধনাঞ্জয়ার বিদায়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ

দিমুথ করুনারত্নের পর এবার উইকেট থেকে বিদায় নিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। ৫২ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৪১ রান করে মেহেদী হাসান মিরাজের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়ে ফিরলেন এ লঙ্কান অলরাউন্ডার।

৭৮ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৬৬ রান নিয়ে আউট হন লঙ্কান ক্যাপ্টেন করুনারত্নে। সাইফ হাসানের বলে বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেন এ ওপেনার।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা সংগ্রহ করেছে ৫ উইকেটে ১৬০ রান। পাথুম নিসানকা ২২* রান নিয়ে ক্রিজে টিকে আছেন। ১৫* রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন নিরোশান ডিকভেলা। স্বাগতিকরা ৪০২ রানে এগিয়ে এখন।

তার আগে চতুর্থ দিন সকালে শ্রীলঙ্কান ব্যাটিং লাইন-আপে আঘাত হানেন তাইজুল ইসলাম। ফিরিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথুসকে। তাইজুলের বলে বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন শ্রীলঙ্কার সাবেক এ ক্যাপ্টেন।

বিজ্ঞাপন

২ উইকেটে ১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ওপেনার দিমুথ করুনারত্নে ১৩ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেন।

শ্রীলঙ্কা ৭ উইকেটে ৪৯৩ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৫১ রানে।