ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে ইমরুল কায়েস
চলতি মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। খেলবে ওয়ানডে সিরিজ। সীমিত ওভারের এই সিরিজকে সামনে রেখে ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ।
আইপিএল খেলতে এখন ভারতে থাকলেও দলে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল-হাসান ও তারকা পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস, তাইজুল ইসলাম ও শহীদুল ইসলাম।
শহীদুল ইসলাম শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা হয়নি তার। তবে এবার একদিনের ক্রিকেটের প্রাথমিক দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন ২৬ বছরের এই ফাস্ট বোলার।
ইমরুল কায়েস ২০১৮ সালের ডিসেম্বরের পর দেশের হয়ে ওয়ানডে খেলেননি। আর গত বছরের মার্চের পর একদিনের ক্রিকেটে টাইগারদের জার্সি গায়ে জড়াননি তাইজুল ইসলাম। নিউজিল্যান্ড সফর করা দল থেকে শুধু ছিটকে গেছেন পেসার আল আমিন হোসেন।
প্রাথমিক দলের যে ক্রিকেটাররা এখন বাংলাদেশে রয়েছেন, তারা রোববার, ২ মে থেকে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করবেন। শ্রীলঙ্কা সফর শেষে বাকিরা যোগ দিবেন।
ফিরতি সফরে ১২ মে বাংলাদেশে পা রাখার কথা শ্রীলঙ্কার। আইসিসি’র ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে সফরে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।
ওয়ানডের প্রাথমিক দল: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।