তামিমের টানা চতুর্থ ফিফটি, বাংলাদেশ ৭১/০
তৃতীয় দিন ইনিংসের শুরুতেই দাপুটে ব্যাটিং করে চলেছেন তামিম ইকবাল। প্রথম টেস্টের ব্যাটিং দৃঢ়তা দ্বিতীয় টেস্টেও নিয়ে এসেছেন দেশ সেরা এ ওপেনার। অসাধারণ দক্ষতায় পূর্ণ করলেন হাফ-সেঞ্চুরি।
এ নিয়ে লাল বলের ক্রিকেটে টানা চার ফিফটি ছোঁয়া ইনিংস খেললেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে তামিম খেলেন ৯০ ও ৭৪* রানের দুর্বার দুই ইনিংস। লঙ্কা সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে স্পর্শ করেন হাফ-সেঞ্চুরি। আর এই সিরিজের তিন ইনিংসেই অর্ধ-শতকের দেখা পেলেন তামিম।
৫৪* রান নিয়ে এখন ক্রিজে টিকে আছেন তামিম। তাকে সঙ্গ দিয়ে চলেছেন অন্য ওপেনার সাইফ হাসান। তার সংগ্রহ ১৩* রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়িয়েছে বিনা উইকেটে ৭১ রান। টাইগাররা এখনো ৪২২ রানে পিছিয়ে রয়েছে।
তার আগে ৭ উইকেটে ৪৯৩ রানে তৃতীয় দিন সকালে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। লাহিরু থিরিমান্নে ১৪০, দিমুথ করুনারত্নে ১১৮ ও ওশাদা ফার্নান্ডো ৮১ রান এনে দেন। ৭২ বলে ৮ বাউন্ডারি ও এক ছক্কায় ৭৭* রানের দুর্বার এক ইনিংস নিয়ে অপরাজিত থেকে যান নিরোশান ডিকভেলা। বঞ্চিত হন সেঞ্চুরি থেকে।