প্রথম দিনে করুনারত্নে-থিরিমান্নের যত রেকর্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লাহিরু থিরিমান্নে ও দিমুথ করুনারত্নে

লাহিরু থিরিমান্নে ও দিমুথ করুনারত্নে

দাপুটে ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছেন দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। তবে ২০৯ রানে থামে তাদের উদ্বোধনী পার্টনারশিপ। দুজনের ব্যাটিং দৃঢ়তায় প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে এক উইকেটে ২৯১ রান। ওপেনার লাহিরু থিরিমান্নে ২৫৩ বলে ১৪ বাউন্ডারিতে ১৩১* রানের দাপুটে এক ইনিংস খেলে ব্যাটিং করে চলেছেন।

তবে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে অভিষিক্ত বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের বলে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ধরা পড়েন দিমুথ করুনারত্নে। ১৯০ বলে ১৫ বাউন্ডারিতে ১১৮ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলে সাজঘরে ফেরেন এ তারকা ওপেনার। প্রথম টেস্টে তিনি খেলেছিলেন ২৪৪ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এই প্রথম দ্বিশতক জুটি পেল স্বাগতিকরা। ২০ বছর আগের রেকর্ডটি ভেঙ্গেছেন করুনারত্নে-থিরিমান্নে জুটি। ২০০১ সালে টাইগারদের বিপক্ষে ১৪৪ রানের পার্টনারশিপের রেকর্ড গড়ে ছিলেন সনাৎ জয়াসুরিয়া ও মারভান আতাপাত্তু জুটি।

শ্রীলঙ্কার হয়ে এই প্রথম টানা তিন ইনিংসে শতরানের পার্টনারশিপ গড়লেন করুনারত্নে-থিরিমান্নে। সব মিলিয়ে মুমিনুলদের বিপক্ষে লঙ্কানদের এটি নবম দুইশ ছোঁয়া জুটি। টাইগারদের বিপক্ষে সমান সংখ্যাক দ্বিশতক পার্টনারশিপ রয়েছে দক্ষিণ আফ্রিকারও।

বিজ্ঞাপন

নতুন এক রেকর্ডও গড়েছে দিমুথ করুনারত্নে-লাহিরু থিরিমান্নে জুটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ওপেনিংয়ে ৬৮৪ রানের সর্বোচ্চ পার্টনারশিপের কীর্তি এখন তাদের দখলে। তাদের পরেই ৫২৮ রানের দ্বিতীয় সেরা পার্টনারশিপ নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল-টম লাথামের।

২০২১ সালে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন থিরিমান্নে (৬৪৮ রান, ব্যাটিং চলমান)। ৫৫৮ রান নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন করুনারত্নে। ৭৯৪ রান নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার আগে নতুন এক মাইলফলক স্পর্শ করেন দিমুথ করুনারত্নে। টেস্ট ক্রিকেটে ছুঁয়ে ফেলেন পাঁচ হাজার রানের মাইলফলক।