করুনারত্নেকে বিদায় করলেন শরিফুল।

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শরিফুল ইসলাম

শরিফুল ইসলাম

উইকেট শূন্য একটি দিন কেটে যাওয়ার শঙ্কাই পেয়ে বসেছিল। কিন্তু সেটা হতে দিলেন না বাংলাদেশের অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। অভিষেক ম্যাচেই লাল-সবুজের প্রতিনিধিদের জন্য ব্রেক থ্রু এনে দিলেন তিনি। শিকার করলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট। বিদায় করে দিলেন সেঞ্চুরিয়ান দিমুথ করুনারন্তেকে।

শরিফুলের বলে উইকেটের পিছনে লিটন দাসের হাতে ধরা পড়েন করুনারত্নে। তার আগে ১৯০ বলে ১৫ বাউন্ডারিতে ১১৮ রানে দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলে সাজঘরে ফেরেন এ তারকা ওপেনার। প্রথম টেস্টে করুনারত্নে খেলেছিলেন ২৪৪ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস। ১৯৬ বলে ১০ বাউন্ডারিতে ৯৩* রান নিয়ে উইকেটে টিকে আছেন আরেক ওপেনার লাহিরু থিরিমান্নে।

বিজ্ঞাপন

অথচ ২০তম ওভারে তাসকিন আহমেদের শেষ বলে করুনারত্নে ফিরতে পারত ব্যক্তিগত ২৮ রানের মাথায়। তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। ফিল্ডার নাজমুল হোসেন শান্ত সেই সহজ ক্যাচটা ফেলে দেন। 

কিন্তু তারপরও তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামদের হতাশা বাড়িয়ে ৬৫ ওভার শেষে এক উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়ে ২১৩ রান। ওশাদা ফার্নান্ডো এখনো রানের খাতা খুলেননি।

বিজ্ঞাপন

সকালের সেশনে টাইগার বোলাররা লঙ্কানদের যে চাপে রেখেছিলেন। এখন সেই পরিস্থিতি পাল্টে গেছে। এখন করুনারত্নে ও থিরিমান্নের দাপুটে সেঞ্চুরিতে উল্টো চাপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

২০২১ সালে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন থিরিমান্নে (৬১৫ রান, ব্যাটিং চলমান)। ৫৫৮ রান নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন করুনারত্নে। ৭৯৪ রান নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তার আগে নতুন এক মাইলফলক স্পর্শ করেন দিমুথ করুনারত্নে। টেস্ট ক্রিকেটে ছুঁয়ে ফেলেন পাঁচ হাজার রানের মাইলফলক।

নতুন এক রেকর্ড গড়েছে দিমুথ করুনারত্নে-লাহিরু থিরিমান্নে জুটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ওপেনিংয়ে ৬৮৪ রানের সর্বোচ্চ পার্টনারশিপের কীর্তি এখন তাদের দখলে। তাদের পরেই ৫২৮ রানের দ্বিতীয় সেরা পার্টনারশিপ নিউজিল্যান্ডের ব্লান্ডেল-লাথামের।

তার আগে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। তাই শুরুতে বল হাতে মাঠে নামে বাংলাদেশ।