১৯ মে মাঠে গড়াবে মেয়েদের লিগ ফুটবল
৫ মে থেকে মাঠে গড়ানোর কথা ছিল মেয়েদের লিগ ফুটবল। কিন্তু সেটা এখন আর হচ্ছে না। পিছিয়ে গেছে আসরের বাকি অংশের খেলার শুরুর সূচি।
ঈদের আগে মেয়েদের কোনো খেলা হচ্ছে না। ঈদের ছুটি শেষে টুর্নামেন্টটি শুরু হবে ১৯ মে। সূচি পাল্টে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা ফুটবল উইং কমিটি।
বাফুফে’র নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা ১৯ মে লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। ঈদের পর খেলা শুরু করব। যাতে করে ক্লাবগুলো কোভিড-১৯ টেস্ট করে অনুশীলনের জন্য আরও একটু বাড়তি সময় পায়।’
এর আগে ৩১ মার্চ নারী ফুটবল লিগ শুরু হয়। এক রাউন্ড শেষ হওয়ার পর ৫ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।