দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অপরিবর্তিত দল নিয়েই দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা

অপরিবর্তিত দল নিয়েই দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা

পাল্লেকেলেতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট শেষ হয়েছে ড্রয়ের হতাশা নিয়ে। ব্যাটিং দাপট দেখিয়ে কোনো দলই জয় ছিনিয়ে নিতে পারেনি। আগামীকাল বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ক্যান্ডিতে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

লাল বলের লড়াইকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ দলে কোনো চমক নেই। কোনো পরিবর্তন না এনেই প্রথম টেস্টের দলটিই রেখে দিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

প্রথম টেস্টের ১৫ সদস্যের দলে থাকলেও একাদশে ঢুকতে পারেননি ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। কিন্তু তারপরও দুজনে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নিজেদের জায়গা অক্ষুণ্ন রেখেছেন। এখন দেখার পালা শেষ টেস্টের একাদশে তারা ডাক পান কিনা।

২১ জনের প্রাথমিক দল নিয়ে শ্রীলঙ্কা সফরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে প্রথম টেস্টের জন্য দেওয়া হয় ছয়জনকে। সেই নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান এবার দ্বিতীয় টেস্টেও থাকছেন দর্শক হয়ে।

বিজ্ঞাপন

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।