ব্রেট লিও অক্সিজেন নিয়ে ভারতের পাশে
আইপিএলের খেলা নিয়ে ব্যস্ত থাকলেও ভারতের করোনা পরিস্থিতির দিকে ঠিকই নজর রেখেছেন প্যাট কামিন্স। দেশটিতে করোনা সংক্রমণ, মৃত্যুহার ভয়াবহ রূপ ধারণ করায় তার মন কাঁদছে। আর হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব তাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে।
তাইতো অক্সিজেন কেনার জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর তহবিল ‘পিএম কেয়ার্স ফান্ড’এ ৫০ হাজার ইউএস ডলার দান করেছেন এ ক্রিকেট মেগাস্টার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কামিন্স নিজেই দিয়েছেন এই খবর। একইসঙ্গে অন্যদেরও ভারতে বিপদের সময় এগিয়ে এসে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
কামিন্সের দেখাদেখি ভারতের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক গতির তারকা ব্রেট লি। অক্সিজেন কেনার জন্য লিজেন্ড এ ক্রিকেটার দান করেছেন এক বিট কয়েন। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৪৭ লাখ টাকা। খবরটি টুইটারে নিশ্চিত করেছেন ব্রেট লি নিজেই।
টুইট বার্তায় প্যাট কামিন্সের দানের কথাও উল্লেখ করেন ব্রেট লি। সঙ্গে কামিন্সের মহতী উদ্যোগের প্রশংসাও করেন তিনি।
Well done @patcummins30 ?? pic.twitter.com/iCeU6933Kp — Brett Lee (@BrettLee_58) April 27, 2021