লকডাউনের মধ্যেই শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

২ মে থেকে অনুশীলন ক্যাম্প বসছে টাইগারদের

২ মে থেকে অনুশীলন ক্যাম্প বসছে টাইগারদের

আগামী মাসে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। এই সিরিজকে সামনে রেখে ২ মে থেকে অনুশীলনে নামছে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা।

দেশে লকডাউন বেড়ে গেছে ৫ মে পর্যন্ত। কিন্তু তারপরও কঠোর বিধিনিষেধের মধ্যেই শুরু হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। খবরটি নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

বিজ্ঞাপন

ক্যাম্পের জন্য ইতোমধ্যে একটি দল বাছাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলের যারা এখন বাংলাদেশে রয়েছেন তারা ক্যাম্পে আগে-ভাগেই যোগ দিবেন। আর টেস্ট সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কা সফরে থাকা বাকি ক্রিকেটাররা দেশে ফিরে দুই-এক দিন বিশ্রাম নিয়ে তারপর অনুশীলনে যোগ দিবেন। আর ঈদের পর অনুশীলন হবে পুরোদমে।

ফিরতি সফরে ১২ মে বাংলাদেশে পা রাখার কথা শ্রীলঙ্কার। সফরে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। তবে সিরিজের ভেন্যু এখনো ঠিক হয়নি। পুরো সিরিজ একই ভেন্যুতে করার পরিকল্পনা করছে বিসিবি।

বিজ্ঞাপন