সাকিব লাহোরে, মাহমুদউল্লাহ মুলতানে, লিটন করাচিতে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও সাকিব আল হাসান

মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও সাকিব আল হাসান

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। প্লাটিনাম ক্যাটাগরিতে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। সাকিবের সঙ্গে পাকিস্তানের এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস।

টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহর দল মুলতান সুলতানস। আর সিলভার ক্যাটাগরিতে উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটনকে দলে টেনেছে করাচি কিংস।

বিজ্ঞাপন

করোনার কারণে মাঝখানে হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছিল পিএসএল। ১ জুন থেকে ফের মাঠে গড়াবে স্থগিত হওয়া টুর্নামেন্টের ষষ্ঠ আসরের বাকি অংশ।

প্রতিযোগিতার বাকি অংশের জন্য নিলামে তোলা হয় ১৩২ ক্রিকেটারকে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ কোনো দল পাননি।

বিজ্ঞাপন

গত ২০ ফেব্রুয়ারি পর্দা উঠে পিএসএলের। ১৪টি ম্যাচ খেলার পর করোনার ছোবলের কারণে মার্চের শুরুতে অনির্দিষ্টকালের জন্য আসরটি স্থগিত করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাকি থাকা টুর্নামেন্টের ২০ ম্যাচের সবগুলোই হবে করাচিতে। ২০ জুনের ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।