নিসানকার উইকেট পেলেন এবাদত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এবাদত হোসেন

এবাদত হোসেন

তাসকিন আহমেদের জোড়া আঘাতের পর উইকেট পেলেন এবাদত হোসেন। তিনি বিদায় করলেন পাথুম নিসানকাকে। ১২ রান নিয়ে সাজঘরে ফেরেন নিসানকা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ৫৬০ রান। ক্রিজে আছেন নিরোশান ডিকভেলা ১৩ রান নিয়ে। ওয়ানিন্দু হাসারাঙা এখনো রানের খাতাই খুলতে পারেননি। ১৬২ ওভার শেষে স্বাগতিকরা এখন ১৯ রানে এগিয়ে।

বিজ্ঞাপন

পঞ্চম দিনের শুরুতেই জোড়া আঘাত করলেন তাসকিন আহমেদ। ধনাঞ্জয়া ডি সিলভার পর ডাবল সেঞ্চুরিয়ান করুনারত্নেকেও ফেরালেন এ টাইগার পেসার। তাসকিনের বলে নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দেওয়ার আগে ওপেনার করুনারত্নে খেলেন ৪৩৭ বলে ২৬ বাউন্ডারিতে ২৪৪ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস।

তার আগে চতুর্থ দিন বল হাতে বাজে একটি দিন গেছে বাংলাদেশের বোলারদের। একটি উইকেটও পাননি তারা। তবে পঞ্চম দিনের খেলা শুরু হতেই সাফল্য পান তাসকিন আহমেদ। তারকা পেসার ফিরিয়ে দেন সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভাকে। সাজঘরে ফেরার আগে ২৯১ বলে ২২ বাউন্ডারিতে ১৬৬ রানের দাপুটে এক ইনিংস খেলে গেছেন এ লঙ্কান অলরাউন্ডার। চতুর্থ উইকেটে ৫৫৩ বলে ৩৪৫ রানে ভাঙে করুনারত্নে-ধনাঞ্জয়ার রেকর্ড পার্টনারশিপ। সব মিলিয়ে তাসকিন উইকেট পেলেন ৩টি।

বিজ্ঞাপন

রোববার, ২৫ এপ্রিল সকালে ৩ উইকেটে ৫১২ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেছে শ্রীলঙ্কা। ২৩৪ রান নিয়ে মাঠে নেমে দলের ও ব্যক্তিগত স্কোরে ১০ রান যোগ করেন দিমুথ করুনারত্নে। ধনাঞ্জয়া ডি সিলভা নতুন দিন শুরু করেন ১৫৪ রানের পুঁজি নিয়ে। সাজঘরে ফেরার আগে তিনি এনে দেন ১২ রান।

তৃতীয় দিনের প্রথম সেশনেই ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল (৯০) দশ রানের জন্য শতক মিস করলেও সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও ক্যাপ্টেন মুমিনুল হক (১২৭)। মুশফিকুর রহিম (৬৮*) ও লিটন দাস (৫০) অর্ধ-শতকের দেখা পান তৃতীয় দিন এসে।