মুস্তাফিজের রাজস্থানের কাছে হারল সাকিবের কলকাতা
নিজেদের দ্বিতীয় ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ে হেসে ছিলেন মুস্তাফিজুর রহমান। পেয়েছিলেন উইকেটের দেখা। জয় পেয়েছিল তার দল রাজস্থান রয়্যালসও। এবার আবার হাসলেন বাংলাদেশের এ তারকা পেসার। কিপ্টেমি বোলিংয়ে পেলেন উইকেটের দেখা। সুবাদে তার দল রাজস্থানও টানা দুই হারের পর ফিরল জয়ের ধারায়।
সাকিব বিহীন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ৬ উইকেটের বড় ব্যবধানে ধরাশায়ী করল মুস্তাফিজের রাজস্থান। এবং সেটা ৭ বল হাতে রেখেই।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে শুরুতে কলকাতা ব্যাট হাতে নামতেই তোপ দাগান পেসার ক্রিস মরিস। ৪ ওভারে ২৩ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। তার সঙ্গে সমান ওভারে ২২ রানে এক উইকেট নেন মুস্তাফিজ।
মুস্তাফিজদের বোলিং তোপে ৯ উইকেটে ১৩৩ রানেই গুটিয়ে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান সংগ্রহ করেন রাহুল ত্রিপাঠি। তার সঙ্গে দিনেশ কার্তিক ২৫ ও উদ্বোধনী ব্যাটসম্যান নিতিশ রানা ২২ রান যোগ করেন।
জবাবে ৪ উইকেট হারিয়ে রাজস্থানকে জয়ের বন্দরে (১৩৪ রান) পৌঁছে দিয়ে তবেই মাঠ ছাড়েন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন ও ডেভিড মিলার। স্যামসন ৪২* রানের হার না মানা অনবদ্য ক্রিকেটীয় এক ইনিংস খেলেন। ২৪* রানে অপরাজিত থেকে যান মিলার। ইয়াসভি জয়সওয়াল ও শিবাম দুবে এনে দেন সমান ২২ রান করে।