বিশ্বের সেরা পাঁচ দলে ঢুকবে বাংলাদেশ: পাপন
নিকট ভবিষ্যতে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সেরা পাঁচ দলে নিজেদের জায়গা করে নিবে। টাইগার ক্রিকেটারদের ভবিষ্যৎ লক্ষ্যই এখন এটা। কিন্তু সেজন্য দরকার পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন যেটা দেখতে পাচ্ছেন তরুণ ক্রিকেটারদের মাঝে।
তাই তো আজ শনিবার, ২৪ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিতে গিয়ে বোর্ড প্রেসিডেন্ট গাইলেন নতুনের জয়গান, ‘এমন টিম নেই যাদের আমরা হারাতে পারি না। তাই বলে আমরা কিন্তু সেরা দল না। কিন্তু আমাদের মাঝে সে সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে ধারাবাহিক করাই এখন বড় চ্যালেঞ্জ। আমাদের পাইপলাইনে যে ক্রিকেটার রয়েছে, নতুন খেলোয়াড় রয়েছে, ওদের খেলা দেখে আমি সত্যিই আশাবাদী। ওই দিন আর বেশি দূরে নয়। যেদিন আমরা প্রথম পাঁচটা দলের মধ্যে থাকব।’
করোনা মহামারিতে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের কোনো সম্ভাবনা দেখছেন না বোর্ড সভাপতি, ‘এখন যে পরিস্থিতি আছে তাতে প্রিমিয়ার লিগ শুরু করা কঠিন। এমন পরিস্থিতিতে কোনোভাবেই মাঠে খেলা চালানো উচিত হবে না। যতক্ষণ জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত খেলার কোনো প্রশ্নই ওঠে না। সেটি একটা টিম হোক বা দশটা টিম হোক। তবে বিসিবি চেষ্টা করে যাচ্ছে। ওরা যদি আমাকে সন্তুষ্ট করতে পারে যে, সুরক্ষা বলয়ে খেলাটা চালিয়ে যেতে পারবে, তাহলে আমরা খেলব। তবে আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনাটা খুবই ক্ষীণ।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে একাদশ কেমন হবে। টস জিতলে ব্যাটিং না ফিল্ডিং বেছে নিবে টাইগাররা। সেটা আগে জানতেন বিসিবি প্রধান। পাপন নিজেই দিলেন সেখবর, ‘এবার যেটা হচ্ছে কমপক্ষে জানি যে একাদশ কি হচ্ছে, টসে জিতে দল ব্যাটিং না ফিল্ডিং নিবে। এই জিনিসগুলো জানি। আগে এগুলো জানতামই না। জানলে আমার কিছু বলার থাকলে আমি বলি। এই দিক থেকে যোগাযোগটা আবার শুরু হয়েছে।’
বিদেশ সফরে একজন বোর্ড পরিচালক দলের সঙ্গে থাকেন। নিউজিল্যান্ড সফরে ছিলেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এবার শ্রীলঙ্কা সফরে টাইগারদের সঙ্গী হয়েছেন পরিচালক খালেদ মাহমুদ সুজন। লঙ্কা সফরে সুজনের ভূমিকা নিয়ে পাপন বলেন, ‘অবশ্যই খালেদ মাহমুদ সুজন থাকলে দলের সবার ভিতর স্পিড বেড়ে যাওয়ার কথা। সেটি হওয়ার মতনই একজন সুজন। সব সময় দলকে উজ্জীবিত করার চেষ্টা করে। এদিক দিয়ে চিন্তা করলে ঠিক আছে।’