লঙ্কানদের জোড়া শতকে বিবর্ণ টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করুনারত্নে ও ধনাঞ্জয়া

করুনারত্নে ও ধনাঞ্জয়া

দিমুথ করুনারত্নে-ধনাঞ্জয়া ডি সিলভার জোড়া সেঞ্চুরি দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে টাইগার বোলারদের। দুজনের দাপুটে ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর ছোঁয়ার খুব কাছে চলে গেছে শ্রীলঙ্কা।

দ্বিতীয় সেশন শেষ। অপেক্ষা এখন তৃতীয় সেশনের। কিন্তু অনুজ্জ্বল বোলিংয়ে করুনারত্নে-ধনাঞ্জয়ার গড়া ২৫২* (ব্যাটিং) রানের চতুর্থ উইকেট জুটি কিছুতেই ভাঙতে পারছেন না তাইজুল-তাসকিনরা। চিন্তার ভাঁজ পড়েছে অতিথি বোলিং আক্রমণে।

বিজ্ঞাপন

১৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪২ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে শ্রীলঙ্কা। এখন মাত্র ৯৯ রানে পিছিয়ে তারা।

করুনারত্নে ৩৫৮ বলে ১৮ বাউন্ডারিতে ১৮৪* (ব্যাটিং) রান নিয়ে চলছেন দ্বিশতকের দিকে। ধনাঞ্জয়া তার পিছু ছুটছেন ২৪৯ বলে ১৮ বাউন্ডারিতে ১৩৪* (ব্যাটিং) রান নিয়ে।

বিজ্ঞাপন

তার আগে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিক শ্রীলঙ্কা। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ২৬ রানে তৃতীয় দিন শেষে অপরাজিত থেকে যান।

তৃতীয় দিনের প্রথম সেশনেই ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল (৯০) দশ রানের জন্য শতক মিস করলেও সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও ক্যাপ্টেন মুমিনুল হক (১২৭)। মুশফিকুর রহিম (৬৮*) ও লিটন দাস (৫০) অর্ধ-শতকের দেখা পান তৃতীয় দিন এসে।