এবার ধনাঞ্জয়ার শতক, শ্রীলঙ্কা ৩৭১/৩

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ধনাঞ্জয়া ডি সিলভা

ধনাঞ্জয়া ডি সিলভা

প্রথম সেশনে সেঞ্চুরির দেখা পান দিমুথ করুনারত্নে। মধ্যাহ্নভোজ বিরতির পর দ্বিতীয় সেশনে এবার শতকের দেখা পেলেন ধনাঞ্জয়া ডি সিলভা। ১৬১ বলে ১৪ বাউন্ডারিতে ১০৫ রান নিয়ে ক্রিজে আছেন এখন এ অলরাউন্ডার।

চতুর্থ দিন সকালের সেশনে টাইগার বোলাররা বল হাতে কোনো সাফল্যই পাননি। নিষ্প্রভ বোলিংয়ে কোনো উইকেটই পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। মধ্যাহ্নভোজ বিরিতির পর দ্বিতীয় সেশনের খেলা চললেও তারা ভাঙতে পারেননি তৃতীয় দিনের লঙ্কানদের অবিচ্ছিন্ন দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়ার জুটি। সফরকারীদের হৃদয় ভেঙে উল্টো শতক ছিনিয়ে নিয়েছেন ধনাঞ্জয়া।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৭১ রান তুলেছে শ্রীলঙ্কা। ৩০৫ বলে ১৪ বাউন্ডারিতে ওপেনার করুনারত্নে সংগ্রহ করেছেন ১৪৪ রান।

তার আগে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিক শ্রীলঙ্কা। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ২৬ রানে তৃতীয় দিন শেষে অপরাজিত থেকে যান।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের প্রথম সেশনেই ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল (৯০) দশ রানের জন্য শতক মিস করলেও সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও ক্যাপ্টেন মুমিনুল হক (১২৭)। মুশফিকুর রহিম (৬৮*) ও লিটন দাস (৫০) অর্ধ-শতকের দেখা পান তৃতীয় দিন এসে।