টাইগাররা এখন ক্যান্ডিতে, অপেক্ষা চূড়ান্ত দলের
অনুশীলন পর্ব শেষ। শেষ একমাত্র প্রস্তুতি ম্যাচটিও। অপেক্ষা এখন মাঠের লড়াইয়ের। ২১ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে লাল বলের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। সিরিজের ভেন্যু একই। তার মানে দুটি ম্যাচই হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
টেস্ট সিরিজকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। প্রস্তুতি পর্ব সেরে ক্রিকেটাররা আজ সোমবার, ১৯ এপ্রিল পৌঁছে গেছে ক্যান্ডিতে। খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা থেকে পাঠানো ভিডিওতে দেখা যায়, টিম হোটেলে উঠছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এখন ২১ জনের প্রাথমিক দল থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত দল। সেই ঘোষণার অপেক্ষায় এখন ক্রিকেট প্রেমীরা।
১২ এপ্রিল শ্রীলঙ্কায় পা রেখে করোনা টেস্ট করেই বাংলাদেশ দল চলে যায় তিন দিনের কোয়ারেন্টিনে। তার বাদে চলে ক্রিকেটারদের দুই দিনের অনুশীলন। ১৭ ও ১৮ এপ্রিল কাতুনায়েকে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে আজ ক্যান্ডিতে পা রেখেছে দল।
আজ সোমবার অবশ্য অনুশীলনের কোনো সূচি নেই মুমিনুল হক-তামিম ইকবালদের। ব্যাট-বলের আসল লড়াইয়ের আগে আগামীকাল মঙ্গলবার, ২০ এপ্রিল শেষবারের মতো প্র্যাকটিস করবে তারা।