হাসপাতাল ছেড়ে ঘরে ফিরেছেন আকরাম খান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আকরাম খান

আকরাম খান

করোনাভাইরাসকে হারিয়ে দিয়েছেন আকরাম খান। হাসপাতালে চার দিনের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন টাইগারদের সাবেক এ ক্যাপ্টেন। করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে রোববার, ১৮ এপ্রিল রাতেই ঘরে ফিরেছেন বিসিবি’র এই পরিচালক।

দোয়া চেয়ে আকরাম খান বলেন, ‘আলহামদুলিল্লাহ্। এখন অনেক ভালো আছি। তেমন কোনো সমস্যা নেই। কাশিও আল্লাহ্‌র রহমতে অনেক কমে গেছে। রোববার রাতেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি। বাড়িতেই আছি এখন। দ্বিতীয় দফার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। দোয়া করবেন আমার জন্য।’

বিজ্ঞাপন

করোনা আক্রান্ত হয়ে নিজের ঘরেই আইসোলেশনে ছিলেন। কিন্তু কাশি একটু বেড়ে গেলে সতর্কমূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার, ১৫ এপ্রিল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আকরাম খান।

এর আগে গত ১০ এপ্রিল করোনায় পজিটিভ হওয়ার খবর দিয়েছিলেন বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান নিজেই। তবে তার বাসার অন্য সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

বিজ্ঞাপন