ব্যাট হাতে অনুজ্জ্বল মুমিনুলরা
প্রথম দিন ব্যাটিং অনুশীলনটা ভালো করেছে লাল দল। তবে বোলিংয়ে আলো ছড়াতে পারেনি সবুজ দলের বোলাররা। লাল দলের ক্যাপ্টেন তামিম ইকবালের সঙ্গে হাফ-সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম,নাজমুল হোসেন শান্ত ও সাইফ হাসান। ৪৮ রান নিয়ে স্বেচ্ছা অবসর নেন নুরুল হাসান সোহান।
আজ রোববার, ১৮ এপ্রিল প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট হাতে নেমে সুবিধা করে উঠতে পারেনি মুমিনুল হকের সবুজ দল। প্রথম সেশন শেষে ৩ উইকেটে ৮৯ রান তুলেছে তারা। ২৭ রানে রিটায়ার্ড হার্ট হয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। সাদমান ইসলাম ১৯ ও মোহাম্মদ মিঠুন ১৯ (ব্যাটিং) রান যোগ করেছেন দলীয় স্কোরে। তবে রানের খাতাই খুলতে পারেননি ক্যাপ্টেন মুমিনুল।
প্রথম দিন ২৪ রানে অপরাজিত থাকা মেহেদি হাসান মিরাজ নিয়েছেন দুই উইকেট। তার মানে প্রথম দিন ব্যাটিংয়ে দাপট দেখানোর পর এবার বোলিংয়েও তেজ দেখিয়ে চলেছে লাল দল।
শনিবার নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামে টাইগাররা। তামিম (৬৩) মুশফিক (৬৬), শান্ত (৫০) ও সাইফদের (৫২) চার অর্ধ-শতকে প্রথম দিন শেষে এক উইকেটে ৩১৪ রান তুলে সবুজ দল।
মুমিনুলের সবুজ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
তামিমের লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ ও একজন সাপোর্ট স্টাফ।