বাটলার-উড নৈপুণ্যে ফের এগিয়ে ইংল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয় ছিনিয়ে তবেই মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো ও জস বাটলার

জয় ছিনিয়ে তবেই মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো ও জস বাটলার

প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে হার মেনেছিল অতিথিরা। তবে হারের সেই ক্ষত শুকিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে বড় জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। স্বাগতিক ভারতকে হারিয়েছে ৮ উইকেটে। এবং সেটা ১০ বল হাতে রেখেই।

দুর্বার এ জয় দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ইংলিশরা।

বিজ্ঞাপন

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ক্যাপ্টেন বিরাট কোহলির অর্ধ-শতকে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে ভারত। কোহলি অপরাজিত থেকে যান ৭৭* রানে।

মার্ক উড তিনটি ও ক্রিস জর্ডান দুটি উইকেট নেন।

বিজ্ঞাপন
ব্যাট উঁচিয়ে জস বাটলারের হাফ-সেঞ্চুরি উদযাপন 

ম্যাচসেরা জস বাটলারের ব্যাটিং দৃঢ়তায় লক্ষ্য টপকে ২ উইকেট হারিয়ে ১৫৮ সংগ্রহ করে জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়ন মরগানের ইংল্যান্ড। ৮৩* রানের হার না মানা ইনিংস খেলেন বাটলার।

একটি করে উইকেট শিকার করেন যুজভেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর।