নাদাল-সেরেনার বিদায়, ফাইনালে ওসাকা
এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়া হলো না সেরেনা উইলিয়ামসের। শেষ চারের বাধাটাই যে পেরোতে পারলেন না মার্কিন এ টেনিস সুপারস্টার।
দাপটের সঙ্গে সেরেনার হৃদয় ভেঙে মেয়েদের এককের ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছেন নাওমি ওসাকা। তিনবারের মেজর ট্রফি জয়ী ওসাকার কাছে সেরেনা ধরাশায়ী হয়েছেন ৬-৩ ও ৬-৪ গেমে।
শনিবারের শিরোপা নির্ধারণী ম্যাচে ওসাকা লড়বেন আমেরিকার জেনিফার ব্র্যাডি বা চেক তারকা ক্যারোলিনা মুচোভার বিপক্ষে। তবে ফাইনালে টানা ২০ ম্যাচ অজেয় থাকা জাপানি তারকাই হট ফেভারিট। গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে এখনো পর্যন্ত হারেননি ওসাকা।
তার আগে পাঁচ সেটের জমজমাট কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে হেরে মেলবোর্নের এ আসর থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। স্প্যানিশ এ মেগাস্টারকে ৩-৬, ২-৬, ৭-৬ (৭-৪), ৬-৪ ও ৭-৫ গেমে হতাশ করেন গ্রীক প্রতিপক্ষ স্তেফানোস সিতসিপাস।