ওয়েস্ট ইন্ডিজ ৯৮/৬

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আবু জায়েদ রাহীর উইকেট উদযাপন

আবু জায়েদ রাহীর উইকেট উদযাপন

তৃতীয় দিনের শেষ দিকে বল হাতে তোপ দাগিয়ে ছিল টাইগাররা। তুলে নিয়েছিল তিন উইকেট। চতুর্থ দিনের সকালের সেশনেও দুরন্ত ফর্মটা ধরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। অতিথি ওয়েস্ট ইন্ডিজের আরও তিনটি উইকেট ফেলে দিয়েছে স্বাগতিকরা। তাই তো ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে ৯৮ রান সংগ্রহ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছে ক্যারিবিয়ানরা। 

তবে মধ্যাহ্নভোজ বিরতি পর্যন্ত ২১১ রানের লিড নিয়ে ফেলেছে সফরকারীরা।

বিজ্ঞাপন

জন ক্যাম্পবেল ১৮ রান যোগ করেন। ৩০ রান নিয়ে উইকেটে রয়েছেন এনক্রুমাহ বোনার। ২০ রান নিয়ে ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন জোশুয়া দা সিলভা। প্রথম ইনিংসে বোনার (৯০) ও সিলভা (৯২) দুজনেই অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। এবারও তারা ব্যাটিং দৃঢ়তা দেখানোর আভাস দিয়ে যাচ্ছেন। 

দুটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম। নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজের থলেতে আছে একটি করে উইকেট।

বিজ্ঞাপন

তার আগে অতিথি দলের ৪০৯ রানের জবাবে প্রথম ইনিংসে ২৯৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।