চার দলের বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল

করোনাভাইরাস শঙ্কা কাটিয়ে ফের জেগে উঠছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। এবার সরগরম হচ্ছে হ্যান্ডবল স্টেডিয়ামও। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল।

ওরিয়েন্ট ব্রেড-এর পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা শুরু হবে শনিবার। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে লড়বে চার দল।

বিজ্ঞাপন

উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং টিম হ্যান্ডবল ঢাকা। সন্ধ্যায় দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ও বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা। এর আগে শনিবার প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করবেন ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব-উজ-জামান। বিশেষ অতিথি নান্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান বি এম শোয়েব।

এবারের প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, টিম হ্যান্ডবল ঢাকা এবং বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা।

বিজ্ঞাপন