বঙ্গবন্ধু বাস্কেটবলে সেরা নৌবাহিনী

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চ্যাম্পিয়নদের হাতে শিরোপা তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চ্যাম্পিয়নদের হাতে শিরোপা তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবলে শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিরোপা নির্ধারণী ম্যাচে বিমান বাহিনীকে ৯০-৪৪ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামের ফাইনাল ম্যাচে নৌবাহিনীর সর্বোচ্চ স্কোরার সজিব (৩৯ পয়েন্ট) ও মিঠুন (১৩ পয়েন্ট)। অন্য দিকে সমান ১৩ পয়েন্ট করে স্কোর করেন বিমান বাহিনীর তানভীর ও শিশির।

প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আসরের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এছাড়া ছিলেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার।

বিজ্ঞাপন