বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান-কোরিয়া

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকি

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকি

আসছে বছরের শুরুতেই জমে উঠবে দেশের হকি অঙ্গন। অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকি। যেখানে কঠিন গ্রুপে স্বাগতিক বাংলাদেশ।

সব ঠিক থাকলে আগামী ২১ থেকে ৩০ জানুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ পাকিস্তান, তৃতীয় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চাইনিজ তাইপে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে থাকবে- জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর।

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপে অংশ নেওয়ার কথা ছিল ওমানের। কিন্তু তারা সরে দাঁড়িয়েছে। তারপরই সিঙ্গাপুরকে অন্তর্ভুক্ত করেছে এশিয়ান হকি ফেডারেশন।

বিজ্ঞাপন

বাংলাদেশ এবার সত্যিকার অর্থেই কঠিন গ্রুপে পড়ল। ভারত ও পাকিস্তান তিনবার করে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। শিরোপা জিতেছে দক্ষিণ কোরিয়াও।