ব্যাডমিন্টনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ২৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। রোববার, ২৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডহক কমিটি গঠনের কথা জানিয়েছে।
অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ড. আব্দুল মালেক। সাধারণ সম্পাদক হিসেবে আছেন কবিরুল ইসলাম সিকদার।
এছাড়া সহ-সভাপতি হিসেবে আছেন আমির হোসেন বাহার, কে এম শাহিদ উল্লা, আলমগীর হোসেন, ডি এস ফয়সাল হায়দার। আর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কমিটিতে জায়গা পেয়েছেন জিয়াউল হক জুয়েল ও হাফিজুর রহমান খান মিলন। কোষাধ্যক্ষের পদ পেয়েছেন মনোয়ারুল আলম বাবুল।
সদস্য হিসেবে কমিটিতে জায়গা করে নিয়েছেন বেগম রকফার সুলতানা খানম, আরিফুল হক হাসান, বেগম কামরুন্নেসা আশরাফ দিনা, নিখিল চন্দ্র ধর, সোহেল আহমেদ, সৈয়দা তাসলিমা আক্তার, দিদারুল আলম, শাহজালাল মুকুল, কৃষ্ণ পদ দে, মনিরুল ইসলাম, আনোয়ারুল হক বনি, সাইফুর রহমান সোহাগ, নুর উদ্দিন, বেগম লিজা হোসেন, এফ এম সদরুল আমিন, ইউসুফ হাসান, ওয়াহিদুজ্জামান রাজু ও আব্দুল্লা আল মামুন নিশাত।
গঠিত অ্যাডক কমিটি আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজন করবে।