চাল-ডাল বিক্রেতা সাকিব!

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নতুন সজ্জায় সাকিব আল হাসান- ছবি: ফেসবুক

নতুন সজ্জায় সাকিব আল হাসান- ছবি: ফেসবুক

সন্ধ্যা নামতেই ছবিটি তিনি পোষ্ট করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তারপর ঘন্টা না পেরোতেই ছবি ভাইরাল! হবেই না কেন, তিনি যে সাকিব আল হাসান। তাও আবার ভিন্ন এক ভূমিকায়, ভিন্ন এক মেজাজে দেখা গেল বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে।

শুক্রবার সাকিবের ভেরিফাইড ফেসবুক পেজে পোষ্ট করা ছবিতে দেখা যাচ্ছে তার আশপাশে কয়েকটি বস্তা রাখা। ক্যাশ বাক্সের পেছনে বসে হাসছেন তিনি। ছোট টেবিলে কী যেন লিখছেন। টেবিলের পাশেই আরেকটি টুল যেখানে রাখা আছে ডাল, চাল ও শস্য।

বিজ্ঞাপন

হাতে বিভিন্ন রঙের পাথর বসানো আংটিগুলো চোখে পড়ছে। সাদা লুঙ্গি আর ফতোয়াতে মনে হচ্ছে পুরনো ঢাকার কোন বনেদী পাইকারি বিক্রেতা! না, শখের বসে এমন পোশাক পড়েন নি তিনি। বলা হচ্ছে এটি নতুন কোন বিজ্ঞাপনের জন্য তার প্রচেষ্টা।

আইসিসির নিষেধাজ্ঞা থেকে এখনো মুক্তি মেলেনি সাকিবের। সব ঠিক থাকলে আসছে মাসেই শেষ হবে নিষেধাজ্ঞা। তার আগে সাভারের বিকেএসপিতে চলছে অনুশীলন। এরমধ্যে ফের বিজ্ঞাপনের কাজেও হাত দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নতুন সাজে তার বিজ্ঞাপনের স্থীরচিত্র বেশ সাড়া ফেলেছে। দুই ঘন্টা পেরোতেই ফেসবুকে সাড়ে তিনলাখ লাইক। ১৩ হাজারের বেশি কমেন্টস আর পাঁচহাজার শেয়ার। সবাই মুগ্ধ সাকিবে।