ফাইনালে থিয়েম-জভেরেভ লড়াই

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

থিয়েম-জভেরেভের চোখে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন

থিয়েম-জভেরেভের চোখে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন

ইউএস ওপেনের ফাইনালে উঠে গেছেন ডোমিনিক থিয়েম। শেষ চারের লড়াইয়ে আর্থার অ্যাশে স্টেডিয়ামে অস্ট্রিয়ার এ তারকা হারিয়েছেন রুশ প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে।

মেদভেদেভকে ৬-২, ৭-৬ (৯-৭) ও ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছেন থিয়েম। রোববারের ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে থিয়েম লড়বেন জার্মানির আলেকজান্ডার জভেরেভের বিপক্ষে।

বিজ্ঞাপন

আরেক সেমিফাইনালে আলেকজান্ডার জভেরেভ হারিয়েছেন স্পেনের পাবলো ক্যারেনো বাস্তাকে। জার্মান তারকা ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল নিশ্চিত করেন ৩-৬, ২-৬, ৬-৩, ৬-৪ ও ৬-৩ গেমে জিতে।

২০১৪ সালের চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়ার মারিন চিলিচের পর এই প্রথম নতুন রাজা পেতে যাচ্ছে ইউএস ওপেন। বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও সুইস মহাতারকা রজার ফেদেরার এবারের আসরে না খেলায় নতুনদের সামনে এসেছে সুযোগটা। থিয়েম ও জভেরেভ দুজনেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ন্যাম জয়ের স্বপ্ন বুনে চলেছেন।

বিজ্ঞাপন