সাত বছর পর গ্র্যান্ড স্ল্যাম সেমিতে আজারেঙ্কা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

র‌্যাকেট হাতে হাস্যোজ্জ্বল ভিক্টোরিয়া আজারেঙ্কা

র‌্যাকেট হাতে হাস্যোজ্জ্বল ভিক্টোরিয়া আজারেঙ্কা

২০১৩ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম আসরের সেমি-ফাইনালে পৌঁছে গেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। শেষ আটের লড়াইয়ে ১৬তম বাছাই বেলজিয়ান তারকা এলিসে মার্টেন্সকে খুব সহজে সরাসরি সেটে ৬-১ ও ৬-০ গেমে হারান বেলারুশের এ অবাছাই খেলোয়াড়। দুরন্ত এ জয় দিয়ে ছিনিয়ে নেন ইউএস ওপেনের শেষ চারের টিকিট।

দুবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী আজারেঙ্কা ২০১৬ সালে তনয় লিওকে পৃথিবীতে স্বাগত জানানোর পর কোর্টে এবং কোর্টের বাইরে নানা জটিলতার মধ্যে দিয়ে সময় পার করেছেন। জীবনের সেই কঠিন সময় পিছনে ফেলে এবার তার এগিয়ে যাওয়ার পালা।

বিজ্ঞাপন

দুই সেটের লড়াইয়ে প্রতিপক্ষ মার্টেন্সকে প্রতিদ্বন্দ্বিতা গড়ার কোনো সুযোগই দেননি আজারেঙ্কা। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ নিজের করে নিতে সময় নিয়েছেন মাত্র ৭৩ মিনিট।

সম্প্রতি ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা শেষ চারে লড়বেন পুরনো প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামসের বিপক্ষে। যার বিপক্ষে তার জয়ের পরিসংখ্যান একদমই বাজে। ২২বারের মুখোমুখি লড়াইয়ে আজারেঙ্কা জিতেছেন মাত্র চারবার।

বিজ্ঞাপন