চলে গেলেন হকি তারকা এহতেশাম সুলতান

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দীর্ঘদিন ধরে রোগভোগের পর না ফেরার দেশে এহতেশাম সুলতান

দীর্ঘদিন ধরে রোগভোগের পর না ফেরার দেশে এহতেশাম সুলতান

অনেক গুণে গুনান্বিত হকি অঙ্গনের তারকা এহতেশাম সুলতান আর নেই। জীবনের মায়া ছাড়িয়ে অসীমের পানে পাড়ি দিয়েছেন দেশের হকির বর্ষীয়ান এই তারকা। দীর্ঘদিন ধরে রোগভোগের পর সোমবার, ১৭ আগস্ট মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি... রাজিউন)।

এহতেশাম সুলতান একাধারে হকির খেলোয়াড়, কোচ ও সংগঠক ছিলেন। ফুটবল কোচিংয়ের সঙ্গেও কিছুদিন জড়িত ছিলেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।

বিজ্ঞাপন

প্রয়াত এই হকি তারকার ছোট ভাই সাবেক ফুটবল তারকা ইমতিয়াজ সুলতান জনি জানিয়েছেন- গত কয়েকমাস ধরে ভাইয়ের শারীরিক অবস্থা ভাল যাচ্ছিল না। দ্রুত অবস্থার অবনতি হয়। কিছুদিন আগে আমরা জানতে পারি উনি লিভার ক্যান্সারে আক্রান্ত।’

মতিঝিলে হকি স্টেডিয়ামে সোমবার দুপুরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ক্লাবস এসোসিয়েশনের সভাপতি তরফদার মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেছে।