গাজীপুরে ৮৪ অস্বচ্ছল ক্রীড়াসেবীকে মাসিক ক্রীড়া ভাতা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্রীড়াবিদদের হাতে ভাতার চেক প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়াবিদদের হাতে ভাতার চেক প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

করোনাকালে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। আছেন আর্ত মানুষ আর ক্রীড়াবিদদের পাশে। এবার বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুর জেলার ৮৪ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীদের পাশে দাঁড়ালেন। তাদের মাসিক ক্রীড়া ভাতার চেক প্রদান করেন। মাসিক ২ হাজার টাকা করে প্রত্যেক ক্রীড়াসেবীকে ২৪০০০ টাকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্বচ্ছল ক্রীড়াসেবীদের হাতে মাসিক ক্রীড়া ভাতার এ অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল।

বিজ্ঞাপন

চেক বিতরণকালে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, 'স্বাধীনতার অব্যবহিত পরই পরই অস্বচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের কল্যাণে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনটি গড়েছিলেন সর্বকালের সেরা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্মৃতিবিজড়িত এ ফাউন্ডেশনটি সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী এই কল্যাণ ফাউন্ডেশনে সম্প্রতি ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। আমি তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি বলেন, করোনাকালে আমরা প্রায় পাঁচ হাজার ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের চার কোটি টাকা প্রদান করেছি। তিনি আরও বলেন, আমাদের দেশে ইতোপূর্বে অনেক ধরনের ভাতা চালু ছিল। কিন্তু ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য কোনো ভাতা চালু ছিল না। আমরা এ অর্থবছর থেকে প্রথমবারের মতো অস্বচ্ছল ক্রীড়াবিদদের জন্য মাসিক ক্রীড়া ভাতা চালু করেছি। এ বছর সর্বমোট ১১৫০ জন অস্বচ্ছল ক্রীড়াসেবীকে মাসিক ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব মোঃ মোশারফ হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম।