সমাবেশের অনুমতি মেলেনি, বিএনপির বিক্ষোভ রোববার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বিএনপি'র লোগো

ছবি: বিএনপি'র লোগো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের বিরুদ্ধে নয়াপল্টনে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশের অনুমতি না পাওয়ায় রোববার (১ মার্চ) মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্যাসের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার সরকারের নির্দেশে বিইআরসি কর্তৃক গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণরূপে জনস্বার্থ পরিপন্থী। একইসঙ্গে আগামী এপ্রিল মাস থেকে গ্রাহকদের আগের চেয়ে ২৫ শতাংশ বেশি দাম দিয়ে ওয়াসার পানি কিনতে হবে। তবে সেই পানি বিশুদ্ধ হবে কি না তার কোনো গ্যারান্টি নেই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১২ বছরে ১৩ বার ওয়াসারা পানির দাম বেড়েছে। সরকারের এসকল গণবিরোধী সিদ্ধান্ত নিজেদের লুটপাটকে অব্যাহত রাখা এবং দেশের মানুষকে শোষণ করে কঙ্কালসার বানানোই সরকারের একমাত্র উদ্দেশ্য।

পাশাপাশি বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার (২ মার্চ) সারাদেশে মানববন্ধন করার কথা জানান দলটি।