বিএনপির সমাবেশে ইশরাক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির সমাবেশে ইশরাক হোসেন/ ছবি: বার্তা২৪.কম

বিএনপির সমাবেশে ইশরাক হোসেন/ ছবি: বার্তা২৪.কম

রাজধানীর নয়াপল্টনে সমাবেশ শুরু করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। শুরুর আগে সমাবেশে উপস্থিত হন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে তার নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশ করছে বিএনপি।

বিজ্ঞাপন

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি শুরু হয়।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে দলীয় কার্যালের সামনে জড়ো হতে থাকে দলটির নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের হাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুনও দেখা যায়।

সমাবেশের সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশে আরো উপস্থিত আছেন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের ও কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা।

উল্লেখ, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এ মামলার রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্টে দুই পক্ষের আপিলের শুনানি শেষে আদালত সাজা বাড়িয়ে ১০ বছর করে। শারীরিক অসুস্থতার জন্য তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আছেন।

এ ছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেন।