হরতালের সমর্থনে রাজধানীতে ছাত্রদলের মিছিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল

হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে  রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের গলি পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিলে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ গণসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ আবুল হাসান চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক করিম প্রধান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোজাহিদুর রহমান, এ এফ রহমান হলের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম জিসান প্রমুখ।

এর আগে ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে রাজধানী ঢাকায় রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল ডাকে বিএনপি।

হরতাল সম্পর্কে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি সর্বশেষ হরতাল দিয়েছিল ১৩ ডিসেম্বর ২০১৭ সালে।